কুমিল্লার চৌদ্দগ্রামে আল মক্কা ট্রাভেলস্ এর উদ্যোগে হাজীদের নিয়ে দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুন) উপজেলার মুন্সীরহাট বাজারস্থ আল মক্কা ট্রাভেলস্ এর কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ দেন আল মক্কা ট্রাভেলস্ এর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মুফতি মোহাম্মদ খোরশেদ আলম।
আল মক্কা ট্রাভেলস্ মুন্সীরহাট শাখার ব্যবস্থাপক শামসুল আলমের সভাপতিত্বে বিশেষ প্রশিক্ষক ছিলেন মুফতি মহি উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মোজাম্মেল হক, রাকিব, শুভ, কবি শাহ আলম, রুবেল প্রমুখ। হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় হজ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন হাজীগণ।