টেকনাফ মডেল থানা পুলিশ টেকনাফ পৌর এলাকায় অভিযান পরিচালনা করে মাদকের চালানসহ মিয়ানমার হতে উদ্ধাস্তু হয়ে আসা ০৩ জন নাগরিককে আটক করেছে।
সুত্র জানায়, ০৭ জুন রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ মডেল থানার এসআই রউফ বুলবুল গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে টেকনাফ পৌর এলাকার ঝর্ণা চত্বরের সামনে অভিযান চালিয়ে ১৫ হাজার
পিস ইয়াবাসহ মিয়ানমারের আকিয়াব জেলার কিন্নি পাড়ার ওমর মিয়ার পুত্র মোঃ সৈয়দ করিম (৫০), আলীখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত সালেহ এর পুত্র মোঃ জোহার (২৮) এবং একই ক্যাম্পের আব্দুল গফুরের পুত্র মোঃ রফিক (৩০) কে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট আইনের পৃথক ধারায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।