1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে “রাস্তায় গাড়ি আটকিয়ে হাতি দিয়ে চাঁদাবাজির সময় আটক, মাহুতদের কারাদণ্ড । - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে “রাস্তায় গাড়ি আটকিয়ে হাতি দিয়ে চাঁদাবাজির সময় আটক, মাহুতদের কারাদণ্ড ।

মোঃ মজিবর রহমান শেখ,
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২৯৭ বার

বালিয়াডাঙ্গী টু রাণীশংকৈল মহাসড়কে ভয়-ভীতি দেখিয়ে গাড়ির ড্রাইভার, মোটরসাইকেল চালক ও দোকান থেকে টাকা তোলার সময় হাতির মাহুতকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (২ জুন) বিকেল ৫ টার দিকে বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল সার্কেল অফিসার তোফাজ্জল হোসেন ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ অভিযান চালিয়ে হাতির মাহুতকে আটক করে। পরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে গেলে তিনি মাহুতকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়। আটককৃত যুবক নওগাঁ জেলার ধামুইরহাটের সাইফুর রহমানের ছেলে নয়ন (১৯)। তবে হাতির মাহুতকে নিয়ে গেলেও সহকারী মাহুত হাতির সাথেই থাকে এবং সে হাতি নিয়ে যায় এবং তার পিছন পিছন পুলিশ যায়।

পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের সামনে সে গাড়ি আটকিয়ে ও দোকানদারদের কাছে জোরপূর্বক চাঁদা নেয়। পুলিশ তখন জানায়, আমরা বাধা দিলে সে বলে সামনে আস, আসে হাতিকে বাধা দাও। আমরা সামনে যেতে চাইলে সে হাতিকে ক্ষেপিয়ে দেয়। তবে আমরা তাকে থানায় নিয়ে যাব। অটোচালক রবিউল জানান, আমাকে মাহুতের ইশারায় আটকিয়ে টাকা চাইলে আমি ১০ টাকা দেয়, ১০ টাকা নিবেনা বলে জানান মাহুত পরে ভয়ে আমি ২০ টাকা বের করে দেয়। এভাবে ভয়ভীতি দেখিয়ে প্রায় তারা টাকা নেয়।

দোকানদার শাহাজান আলী বলেন, আমার দোকানের সামনে আসে টাকা চায়, আমি দিতে না চাইলে দোকান ভাঙ্চুর করবে বলে হুমকি দেয়। তখন আমি বাধ্য হয়ে ২০ টাকা দেয়। তিনি আরো বলেন, প্রশাসনের সামনেই যদি বাধ্য করে চাঁদা দিতে হয়, তবে আমরা কার কাছে যাব। বালিয়াডাঙ্গী থানার এস,আই সোবহান জানান, চাঁদাবাজির খবর পেয়ে সার্কেল স্যার, বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম স্যার ও রাণীশংকৈল থানা পুলিশের যৌথ অভিযানে হাতির মাহুতকে নেংটিহারায় আটক করে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেয়। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন বলেন, রাস্তায় চাঁদাবাজি করার সময় পুলিশ তাকে হাতে নাতে আটক করে নিয়ে আসে, আমি তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম