1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ধারের ১০ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় আদালতে মামলা - আসামি পলাতক । - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ধারের ১০ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় আদালতে মামলা — আসামি পলাতক ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৪২ বার

ঠাকুরগাঁও জেলায় ধারের ১০ লাখ টাকা পাওনা পরিশোধ না করে টালবাহানা করায় চেক ডিজঅনার আদালতে মামলা দায়ের করা হয়। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া এলাকার বাসিন্দা সুজন আলী (৩৬) এ আদালতে মামলাটি দায়ের করেন আসামি এখন পলাতক । মামলার বিবরণে জানা যায়, ঐ গ্রামের হেলাল উদ্দীনের ছেলে আলমগীর হোসেন (৩৪) আলুর ব্যবসার করার কথা বলে, একই গ্রামের সুজন আলীর নিকট ১০ লাখ টাকা ধার গ্রহন করেন। এ সময় আলমগীর তাকে একটি চেক প্রদান করেন। ধারের টাকা পরিশোধের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পাওনা টাকা পরিশোধে ব্যর্থ হয় আলমগীর।

দীর্ঘদিন টালবাহানা করায় সুজন আলী গত ২১ সালের ২৫ জুলাই পূবালী ব্যাংক লিমিটেড ঠাকুরগাঁও শাখায় আলমগীরের দেওয়া চেকটি নগদায়ন করতে গিয়ে দেখেন তার একাউন্টে পর্যাপ্ত টাকা নেই। পরবর্তিতে ঐ দিনই চেকটি ডিজঅনার হয়। পরদিন সুজন আলী এ ঘটনায় আলমগীর হোসেনকে একটি লিগ্যাল নোটিশ পাঠালেও সেটি তিনি গ্রহন না করায় ২১ সালের ২৬ জুলাই তা ফেরত আসে। পরবর্তীতে কোন কুল কিনারা না পেয়ে সুজন আলী, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত সদর, ঠাকুরগাঁও জেলায় আলমগীরের বিরুদ্ধে সি আর মামলা নং– ৬৪৩/২০২১ দায়ের করেন। সেখানে ১৮৮১ সনের নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট এ্যাক্ট (সংশোধনী/০৬) এর ১৩৮ ধারায় মামলাটি দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম