চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের সামনে ছুরিকাঘাতে বাবুল (২৯) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৬জুন) সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের সাফারি পার্কের গেইটের সামনে এ ঘটনা ঘটে।
আহত যুবক ডুলাহাজারা ইউনিয়নের ডাকবাংলা এলাকার নবাব আলীর ছেলে।
হামলাকারী যুবক জনি একই এলাকার আবদুল গণির ছেলে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর গুরুতর আহত বাবুলকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য রিয়াজ উদ্দিন শিপু জানান, ঘটনার খবর পেয়ে আহতের পাশে ছুটে যাই। তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। বিষয়টি থানা পুলিশে জানানো হয়েছে।