1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে নিজ অর্থায়নে রাস্তা মেরামত করে দিলেন ব্যবসায়ী তারেকুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

তিতাসে নিজ অর্থায়নে রাস্তা মেরামত করে দিলেন ব্যবসায়ী তারেকুল ইসলাম

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৫৩ বার

কুমিল্লা তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের পাংগাশিয়া টু নাগেরচর কাঁচা রাস্তাটির মোসলেম মিয়ার বাড়ি হতে আলী মিয়ার বাড়ি পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে মেরামত করে দিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ তারেকুল ইসলাম।

যানা যায়, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ও সাধারন মানুষ যাতায়েত করে। কিন্তু কাঁচা রাস্তা হওয়ায় সামান্য বৃষ্টি হলেই এই রাস্তাটি ভেঙ্গে যায় এবং বর্ষাকালে হাটু পানি দিয়ে পারাপার হতে হয়। তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও বিপদজ্জনক হয়ে পড়ে। এতে প্রতিনিয়ত সৃষ্টি করছে জনদুর্ভোগের।

নাগেরচর গ্রামের রাসেল ও শেফালী বলেন, এই রাস্তাটি ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগিতা হয়ে পরেছে। ব্যবসায়ী তারেকুল তার নিজ উদ্যোগে রাস্তাটি মেরামত করে দেওয়ায় আমাদের চলাচলে সুবিধা হয়েছে। তারেকুল একজন ভালো মানুষ। সে ব্যবসার প্রয়োজনে বছরের অধিকাংশ সময় ঢাকা অবস্থান করলেও তিনি নিয়মিত এলাকার গরীব ও অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা করে থাকেন। এ ছাড়া এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, কবরস্থানসহ সামাজিক প্রতিষ্ঠানেও আর্থিক সহযোগিতা করে থাকেন।

ব্যবসায়ী তারেকুল ইসলাম বলেন, গ্রামের মানুষের চলাচলের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে আমি এ গ্রামের সন্তান হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব মেরামত করে দিয়েছি।

উক্ত ওয়ার্ডের ইউপি মেম্বার রিপন ভূঁইয়া বলেন, সড়কটি মেরামতসহ পাকাকরণের জন্য প্রকল্প আকারে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে। তবে কেউ যদি নিজ ইচ্ছায় সাময়িক সংস্কার করে মানুষের দুর্ভোগ কমাতে এগিয়ে আসে সেক্ষেত্রে আমরা এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।

এদিকে দ্রুত রাস্তাটি পাকা করার উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম