রাউজানের চিকদাইর-ডাবুয়া সংযোগ সড়কের কোনো উন্নয়ন হয়নি দীর্ঘ ৩০ বছর ধরে কাঁচা রাস্তা রয়েছে।এই কাঁচা রাস্তা দিয়ে বর্ষা মৌসুমে স্কুল-কলেজ শিক্ষার্থী ও এলাকা মানুষের চলাচল করে চরম দুর্ভোগের মধ্যেদিয়ে।সড়কটি কিছু অংশ চিকদাইর ইউনিয়নে আর কিছু অংশ ডাবুয়া ইউনিয়নে।চারটি বাড়ির কয়েক’শ মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ এই সড়কটি দুই ইউনিয়নের ঠেলাঠেলির কারণে কাঁচা রাস্তায় পড়ে রয়েছে।বর্তমানে সড়কটি অবস্থা বেহাল দশা।চিকদাইর শাহাদাত ফজল যুব উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীরা জানান,বর্ষা মৌসুমে এই সড়কটি দিয়ে স্কুলে যেতে পারিনা।যাতায়াত করতে অনেক কষ্ট হয়।
অনেক সময় সড়কের জমে থাকা কাদাপানিতে পা পিছলে বই-খাতাসহ কাপড়চোপড় ভিজে যায়।সড়কটি পাকা করণের জন্য স্থানীয় সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর সুদৃষ্টি কামনা করছি।আশা করছি তিনি আমাদের দুর্ভোগের কথা চিন্তা করে সড়কটি দ্রুত সংস্কার করে দিবে।স্থানীয় যুবক নুরুনবী,টিপু সুলতানসহ কয়েকজন লোক জানান,দীর্ঘ ৩০ বছর পযন্ত এই রাস্তাটি এমন অবস্থা।কোনো কাজ হয়নি বলেই চলে।সড়ক বিষয় নিয়ে অনেক বার মেম্বার,চেয়ারম্যানের কাছে গিয়েছি।তাদের কাছে কোনো সুফল পাইনি।ছেলে-মেয়েদের স্কুল,মাদ্রাসা,কলেজে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারী না থাকায়।তারা আরো বলেন রাউজানের প্রত্যেকটা গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ করেছেন সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী।তাই আমাদের চলাচলের রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি