নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি ও সফল করোনা যোদ্ধা সাবেক জননন্দিত মানবিক পৌর মেয়র আলহাজ্ব কামরুজ্জামান কামরুল এর সৌজন্যে সিলেটের সুনামগঞ্জ দূর্গম এলাকায় বানভাসী অসহায় দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবে। ত্রাণ সামগ্রীর মধ্যে থাকবে দশ কেজি চাল, দুইকেজি আলু, এককেজি ডাল,এককেজি লবণ এককেজি পিয়াজ, একটি শাড়ি, একটি থ্রিপিছ, ও একটি লুঙ্গি । আগামীকাল মঙ্গলবার দুপুরে নরসিংদী থেকে সুনামগঞ্জে রওনা হবেন তিনি।
সুনামগঞ্জে রাত্রি যাপন করে বুধবার সকালে দূর্গম বানভাসীদের নিজ হাতে ত্রাণ বিরতন করবেন। আলহাজ্ব কামরুজ্জামান কামরুল বিগত করোনাকালীন সময়ে নরসিংদী জেলায় ত্রাণ বিতরণ করে দৃষ্ঠান্ত স্থাপন করেছেন। যা নরসিংদীবাসীর হ্নদয়ে স্থান করে নিয়েছে। এবার সিলেট সুনামগঞ্জে বানভাসী দুই হাজার পরিবারের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করে নরসিংদী র ভাবমূর্তি উজ্জল করবে ৷ মানুষ মানুষের জন্য বানভাসীদের জন্য মেয়র আলহাজ্ব কামরুজ্জামান কামরুল এর হ্নদয় কেঁদে উঠে তাই তিনি নিজ অর্থায়নে বানভাসি মানুষের পাশে থেকে ত্রাণ সামগ্রি বিতরণ করবে।