ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন) দুপুরে মাদ্রাসা অডিটোরিয়ামে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও প্রভাষক শরীফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ শেখ মোঃ আবুল খায়ের, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাষক হাফেজ মোঃ বেলাল হোসাইন, না’তে রাসুল (সাঃ) পাঠ করেন, পরীক্ষার্থী গোলাম হাদী।
দোয়া চেয়ে পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রাকিবুল ইসলাম। অনুষ্ঠান শেষে মিলাদ শরীফ পাঠ করেন মাওলানা আইয়ুবুর রহমান, দোয়া পাঠ করেন সহকারী অধ্যাপক মোকাররম হোসাইন।
অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহমূলক ও শিক্ষণীয় বক্তব্য পেশ করেন। এসময় মাদ্রাসার শিক্ষক ও গভর্নিং বডির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।