সম্প্রতি সকল সরকারি-বেসরকারি স্কুল-কলেজকে সংক্ষিপ্ত নাম পরিহার করে পূর্ণ নাম ব্যবহার করার জন্য এক নির্দেশনা জারী করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ নির্দেশনার আলোকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম পরিবর্তন করে পূর্নাঙ্গ নামে ফটক ব্যবহার করা হয়েছে।
এ মর্মে বৃহস্পতিবার (৯ জুন) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত একটি তালিকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।
তালিকানুযায়ী জানা যায়,(১) ফতেহপুর কে,জি,বহুমূখী উচ্চ বিদ্যালয় এর পূর্ণাঙ্গ নাম ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়, (২) লাউর ফতেহপুর আর,এন,টি বালিকা উচ্চ বিদ্যালয় এর পূর্নাঙ্গ নাম লাউর ফতেহপুর রমানাথ তলাপাত্র বালিকা উচ্চ বিদ্যালয়, (৩) রছুল্লাবাদ ইউ,এ,খান উচ্চ বিদ্যালয় এর পূর্নাঙ্গ নাম রছুল্লাবাদ উলফত আলী খান উচ্চ বিদ্যালয়, (৪) সলিমগঞ্জ এ,আর,এম উচ্চ বিদ্যালয় এর পূর্নাঙ্গ নাম
সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক এ তালিকা পাঠানো হয়েছে।