ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি অনীল চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস নির্বাচিত হয়েছেন। শনিবার শহরের ভাগবত আশ্রম প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে.এম ভৌমিক, উপদেষ্টা সাংবাদিক স্বপন কুমার সাহা, সহ-সভাপতি সাংবাদিক বাসুদেব ধর,সহ-সভাপতি এ্যাড.তাপস কুমার পাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ গোদ্দার, যুগ্ম সম্পাদক বাবুল দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে, প্রকাশনা সম্পাদক নিখিল শীল, কার্যকরী সদস্য ভজন চন্দ্র দাস, নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গুস্বামী, সাংবাদিক নিবারণ রায়, মাখস দাস, বিশ্বজিৎ সাহা,সকল উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ । সরাসরি ভোটের মাধ্যমে বাবু অনীল চন্দ্র ঘোষ বিপুল ভোটে সভাপতি ও সুব্রত কুমার দাস সাধারণ সম্পাদক নির্বাটিত হয়।