আগামী ২৫শে জুন (শনিবার) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে জেলা প্রশাসনের পক্ষ থেকে কনসার্টের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসআরএম,জি পি এইচ ইস্পাত এবং কে ডি এস এর সার্বিক সহযোগীতায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে পারফর্ম করবে চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ড দল তীরন্দাজ, সাসটেইন, নাটাই এবং বৃষ্টি মির্জা।
চট্টগ্রাম জেলা প্রশাসনের এনডিসি ওমর ফারুক সহ আরো বেশ কয়েকজন এর সত্যতা নিশ্চিত করে জানান,স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উৎসবমুখর আয়োজন থাকছে বন্দরনগরী চট্টগ্রামেও। উদ্বোধনের দিন বিকেলে জিমনেসিয়াম মাঠে কনসার্ট অনুষ্ঠিত হবে জেলা প্রশাসনের আয়োজনে।
এতে চট্টগ্রামের তিনটি জনপ্রিয় ব্যান্ড পারফর্ম করবে। এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে একই জায়গায় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্ট শেষে সন্ধ্যা ৭টায় বর্ণিল আতশবাজি ডিসপ্লে করা হবে।
এছাড়াও জেলা প্রশাসনের এমন আয়োজনকে ধন্যবাদ জানিয়ে চট্টগ্রামের স্বনামধন্য ব্যান্ড নাটাই এর ফাউন্ডার ও বেজ গীটারিস্ট মোঃ নাহিদুজ্জামান নাহিদ শ্যামল বাংলা কে বলেন,অসাধারণ একটা শ্লোগান নিয়ে আমরা এই সেতু পারাপারের প্রথম যাত্রা শুরু করতে যাচ্ছি।”আমার টাকায় আমার সেতু,দেশের জন্য পদ্মা সেতু”পদ্মা সেতু শুধুমাত্র একটা সেতু না,এটা আমাদের দেশের মানুষের জন্য একটা চ্যালেন্জ ছিলো।দেশনেত্রী ও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো একবার প্রমাণ করলেন স্বপ্নটা অনেক বড় করে দেখতে হয়।কন্সার্টের মাধ্যমে এই ঐতিহাসিক কাজের সাক্ষী থাকতে পেরে আমরা নাটাই খুব আনন্দিত ও গর্বিত।তার সাথে আয়োজক কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যান্ড নাটাইকে এই আয়োজনের সাথে রাখবার জন্য।