স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাতকানিয়া থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। (২৫ জুন) শনিবার বেলা ১২ টায় সাতকানিয়া থানার সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারও থানার সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, নারী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
কাঞ্চনার চেয়ারম্যান রমজান আলী, ছদাহার চেয়ারম্যান মোরশেদুর রহমান, সোনাকানিয়ার চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মাদার্শার চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, এওচিয়ার চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মন্নান।