আগামী ২৭ জুলাই জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ.লীগর দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা দলীয় প্রধান শেখ হাসিনা বরাবর প্রেরণের লক্ষে পাঁচবিবি পৌর আ.লীগ বিশেষ বর্ধিত সভার আয়োজন করেন। সোমবার বিকালে পাঁচবিবির মাষ্টার মাইন্ড স্কুল মাঠে সংগঠনের সভাপতি এস,কে আব্দুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগ সহ-সভাপতি ও জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, এ্যাডঃ নিপেন্দ্রনাথ মন্ডল, এ্যাডঃ আঃ মোমিন চৌধুরী, গোলাম হক্কানী, সানোয়ার হোসেন, জাহিদুল আলম বেনু, সাধারন সম্পাদক জাকির হোসেন, যুগ্ন-সম্পাদক মীর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, প্রভাষক মাসুদ রেজা, সুমন সাহা, পাঁচবিবি পৌর প্রশাসক আব্দুল কাদের ব্যাপারী, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সাবেক মেয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সম্পাদক জিহাদ মন্ডল, যুগ্ন-সম্পাদক আবু সাঈদ আল-মাহাবুব চন্দন, পৌর আ.লীগের সম্পাদক অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি মুঞ্জুরুল শহীদ মুঞ্জু, সম্পাদক আবু বক্কর সিদ্দিক মন্ডল মিন্নুর, উপজেলা মহিলা আ.লীগ সভানেত্রী মাছুদা বেগম ঝর্ণা।