আসন্ন বাঁশখালী ইউপি নির্বাচন কে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষে ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে এখনো পর্যন্ত আলোচনার শীর্ষে বাঁশখালী। এবার বাঁশখালীতে আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার নামে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ জুন) বিকাল ৪টায় সরল ইউনিয়নের মিনজিরীতলা হাকিমিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার সহ তার ৪জন সমর্থক আহত হয়েছেন। আহতদেরকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহতরা হলেন- আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার(৭০), আমান উল্লাহ (৩২), মোহাম্মদ হাসান(২২), আহমদ উল্লাহ (৩০)।
স্থানীয় প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার প্রচারণা চালিয়ে মিনজীরিতলা হাকিমিয়া মাদরাসার সামনে পৌঁছালে সরল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর চাচা রশিদ আহমদ চৌধুরীর নির্দেশে একদল সন্ত্রাসী তাদের উপর হামলে পড়ে। এ সময় রশিদ আহমদ চৌধুরী নিজেই উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে হামলার শিকার চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলী তালুকদার বলেন, ‘আমি প্রচারণা চালাতে গেলে এমপি’র চাচা ও আমার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী রশিদ আহমদ চৌধুরীর নির্দেশে সন্ত্রাসী বাহার উদ্দিন ও মেম্বার প্রার্থী সেলিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তাঁরা হামলার আগে অস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে। এ ঘটনায় আমি সহ আমার ৪ জন সমর্থক গুরুতর আহত হয়। এ ঘটনায় অন্তত আরো ৩০ জন আমার সমর্থক আহত হয়েছেন।’
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সরল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী রশিদ আহমদ চৌধুরী বলেন, ‘আমার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এদিন ৫ নম্বর ওয়ার্ডের আইন্নাপাড়ায় আমার একটি মিটিং ছিল। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমি ওখানে যাচ্ছিলাম। আমি ওখানে যাওয়ার সময় মিনজিরীতলায় পৌঁছালে ওনি (লিয়াকত আলী তালুকদার) আমার গাড়ির পাশ দিয়ে চলে গেছেন। আমি এর বাইরে কিছুই জানি না।’
এ বিষয়ে জানতে চেয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিনকে কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, একের পর এক বাঁশখালীতে ইউপি নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এর আগে গত ২৪ মে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ছৈয়দপাড়া এলাকায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলুল কাদের চৌধুরী ও তার সমর্থকদের উপর হামলা চালায় নৌকার মনোনীত প্রার্থী মুজিবুল হক চৌধুরীর পুত্র সানাউল হক চৌধুরী রকির নেতৃত্বে একদল সন্ত্রাসী। এ ঘটনায় ফজলুল কাদের চৌধুরীসহ তার ৪ জন সমর্থক আহত হন। অপরদিকে চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী নির্বাচন ও ইভিএম নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। তাছাড়া, পুঁইছড়ি ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু প্রেমবাজারে তার নির্বাচনী পথসভায় নিজেকে ‘সরকারি লোক, নিজের সরকারি গুন্ডাবাহিনী আছে’ বলে দাবি করে বক্তব্য রাখেন।
সম্প্রতি ঘটে যাওয়া এসব ঘটনায় উদ্বিগ্ন বাঁশখালী উপজেলার সাধারণ ভোটার। অনেকে অাশংকা করে বলেন, ১৫ জুন নির্বাচনকে ঘিরে ব্যাপক সংঘর্ষ ও সংঘাতের সৃষ্টি হতে পারে। নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝে আতংকের সৃষ্টি হয়েছে।