বাংলাদেশের জমিনে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)”র পৌত্র ও মাইজভাণ্ডারীয়া ত্বরিকার স্বরূপ উন্মোচক খাদেমুল ফোক্বারা অছিয়ে গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র সহধর্মিণী, গাউসুল আযম বিল বিরাসত কুতবুল আকতাব মাওলানা শাহ্ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.)’র অতি স্নেহের কনিষ্ঠ কন্যা, মাইজভাণ্ডারীয়া ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (কঃ) এর মাতা হযরত সৈয়দা সাজেদা খাতুন (রঃ) ৫৪তম ফাতেহা শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত -শুক্রবার বাদে এশা মধ্যপ্রাচ্য বাহরাইনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত, নাতে রাসুল ও মাইজভান্ডারী গজল পরিবেশন করেন মোহাম্মদ শহিদুল্লাহ,দিদারুল আলম মিনহাজ, জিয়াউল হক জিয়া।সভাপতিত্ব করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাহরাইন শাখার প্রধান উপদেষ্টা এনামুল হুদা। বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সুমন উদ্দিন,সাধারণ সম্পাদক আবদুল আজিজ রানা।মিলাদ কিয়াম করেন আবু শাহাদাত মোহাম্মদ সায়েম।দেশ ও জাতির মঙ্গল কামনা করে মুনাজাত করেন সংগঠনের প্রধান উপদেষ্টা এনামুল হুদা।