উজানের পাহাড়ি ঢল কয়েক দিনের টানা ভারী বর্ষনে রাউজান উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন গ্রামের রাস্তা ঘাট ও ফসলের জমি পানির নিচে তলিয়ে গেছে।দুর্ভোগে পড়েছে মানুষ।সরেজমিন দেখা গেছে রাউজানের বিভিন্ন গ্রাম পানির নিছে ডুবে রয়েছে।
সরেজমিনে দেখা যায়, কয়েক দিনের টানা ভারী বর্ষন ও উজানের পাহাড়ি ঢলের শ্রোতে সর্তা- ডাবুয়া,কাঁসখালি ও রাউজান খালের পানি বৃদ্ধি হওয়ায় হলদিয়া,ডাবুয়া, চিকদাইর, নোয়াজিষপুর,গহিরা,বিনাজুরি,রাউজান পৌর এলাকার সুলতানপুর, কুন্ডেশ্বরী,শাহনগর, ছিটিয়াপাড়া,দায়রা ঘাটা,জানালীহাট,বেরুলিয়া, রাউজান সদর ইউনিয়নের বড়ুয়া পাড়া,নাতোয়ান বাগিচা,খানখানাবাদ এলাকাসহ বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গেছে।এলাকার বহু বাড়িঘর পানির নিছে নিমজ্জিত।রাউজান খালের বাঁধ ভাঙনে রাউজানের জনগুরুত্বপূর্ন সড়ক হাফেজ বজলুর রহমান সড়কের মাঝ খানে পানি শ্রোতে ভেঙে গেছে।বন্ধ রয়েছে যানচলাচল।শনিবার রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী নির্দেশনায় রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ পানিতে তলিয়ে যাওয়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।