কুষ্টিয়ার ভেড়ামারায় বাজার থেকে ফেরার পথে সকাল
১১ টার দিকে ঘোড়েশাহ বাবার দরবারের পূর্বপ্বার্শে কোদালিয়া পাড়ায় রকির নামে এক যুবকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।।
জানা যায় আহত রকি হিড়িমদিয়া গ্রামের মৃত মতলেবের ছেলে ।সকাল ১১ টার দিকে ঘোড়েশাহ বাবার দরবারের পূর্বপ্বার্শে কোদালিয়া পাড়ায় রকির নামে ওই যুবকের উপর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আহত রকিকে হাসপাতালে ভর্তি করে।
এই ঘটনায় রকির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগের
প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বিস্তারিত আসিতেছে……