খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারী উন্নয়ন সংস্থা কাবিদাং সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় প্রকল্পের চারজন বাগান উপকারভোগীর মাঝে ৪৯৬টি ফলদ, বনজ, ঔষধি ও মসলা জাতিয় চারা বিতরন করা হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল ১০টায় বাটনাতলী ইউনিয়নের বুধংপাড়া এলাকায় প্রকল্পের উপকারভোগী চার সদস্যের মাঝে এসব চারা বিতরন করা হয়। এ সময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, বুধংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজাইলা চৌধুরী, উপজেলা কাবিদাং সিপিপি পিএইপি-২ প্রকল্পের প্রতিনিধি রামপ্রু মারমা, পাড়া কার্বারি চাথোয়াই মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চারা বিতরনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্বলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অন্যান্ত জরুরী। মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। আর গাছ আমাদের এ অক্সিজেন সরবরাহ করে থাকে। এছাড়াও কাঠের তৈরি আসবাবপত্র আমরা ব্যবহার করে থাকি। বৃক্ষ রোপনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। তাই বেশি গাছ লাগানোর উপর গুরুত্বারোপ করেন বক্তারা।