1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানুষ কষ্ট পাচ্ছে : এসময়ে সরকার পদ্মাসেতু উদ্বোধন নিয়ে আমোদ-ফুর্তিতে ব্যস্ত- ড. রেজা কিবরিয়া - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে রাজকীয় সংবর্ধনায় দুই শিক্ষিকার বিদায় সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ মাগুরায় বিএনপির কার্যালয় ভাংচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ ! শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে- গিয়াস কাদের গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ বাল্যবন্ধুদের সঙ্গে আনন্দে মাতলেন মির্জা ফখরুল, শোনালেন কবিতা !

মানুষ কষ্ট পাচ্ছে : এসময়ে সরকার পদ্মাসেতু উদ্বোধন নিয়ে আমোদ-ফুর্তিতে ব্যস্ত- ——– ড. রেজা কিবরিয়া

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৬৬ বার

বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন- দেশে যখন ভয়াবহ বন্যার কারণে মানুষ কষ্ট পাচ্ছে সরকার তখন পদ্মাসেতু উদ্বোধন নিয়ে আমোদ-ফুর্তিতে ব্যস্ত। পদ্মাসেতু নির্মাণে সরকার অতিরিক্ত অর্থ ব্যয় করেছে, যেখানে পাশ্ববর্তী দেশ ভারতে পদ্মার চেয়ে গভীর পানিতে এবং অনেক লম্বা একটি সেতু নির্মাণ হয়েছে পদ্মাসেতুর খরচের ১০ ভাগের এক ভাগ খরচে। শুক্রবার (২৫ জুন) নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র ও বান্দেরবাজারে বন্যার্ত চার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন সিলেট,সুনামগঞ্জ,হবিগঞ্জসহ অন্যান্য স্থানে যখন বন্যায় মানুষ মানবেতর জীবনযাপন করছে তখন এক পদ্মাসেতু উদ্বোধনকে কেন্দ্র করে সরকার সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে বদ্ধ করে রেখেছে। তিনি বলেন- সরকার বন্যার্ত মানুষের পাশে যেভাবে দাড়াঁনোর কথা ছিল সেভাবে সরকার তাদের পাশে দাঁড়ায়নি এ বিষয়ে সরকার দায়িত্বহীনতা ও উদাসীনতার পরিচয় দিয়েছে। বন্যায় কবলিত মানুষের মাঝে সরকারের ত্রাণ ব্যবস্থা পর্যাপ্ত নয়। এক্ষেত্রে সরকার ব্যর্থ কিনা তা জনগণ বিচার করবে। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম ফাহিম, মাহফুজুর রহমান, চৌধুরী আশরাফুল বারী নোমান, সহকারী সদস্য সচিব শেখ খায়রুল কবির, শাহ আজাদ আলী সুমন, কেন্দ্রীয় সদস্য আবু হোসেন জীবন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ আরিফুল ইসলাম আদিব, ছাত্র বিষয়ক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, তামান্না ফেরদৌস শিখা, গণ অধিকার পরিষদের নবীগঞ্জ উপজেলা সমন্বয়ক নুরুল আমিন পাঠান, রেজা কিবরিয়ার প্রেস সচিব শাহাবুদ্দিন শুভ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম