রংপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বিভাগীয় পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুন) বিকেলে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রংপুর বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা।
এসময় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।
এর আগে রংপুর বিভাগের আট জেলার প্রায় ১৫০ জন ইমাম সম্মেলনে অংশগ্রহণ করে।পরে আট জেলার ২৪ জন শ্রেষ্ঠ ইমাম লিখিত পরীক্ষা ও ভাইভা শেষে ৩ জনকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করা হয়।