রাউজানের বাগোয়ান ইউনিয়নে শিক্ষার্থী ও পথচারীসহ ৩নারীকে ইভটিজিং ও শ্লীলতাহানির দায়ে মো আবু হানিফ চৌধুরী (৪৩) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমা এ দণ্ডাদেশ দেন।
আবু হানিফ উপজেলার পাঁচখাইন গ্রামের চৌধুরী বাড়ির সিদ্দিক চৌধুরী পুত্র।জানা যায়,পাঁচখাইন গ্রামের বটতল নামক স্থানে শিশু শিক্ষার্থীসহ ৩নারীকে উত্ত্যক্ত করে হানিফ চৌধুরী।তাৎক্ষনিক ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়াকে জানায় এলাকার লোকজন।ইউপি চেয়ারম্যানসহ এলাকার লোকজন ইভটিজিংকারী হানিফকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমা কাছে সোপর্দ করলে উত্ত্যক্তের দায় স্বীকার করায় ইভটিজিংকারী হানিফকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি।