রাউজানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৪ বসতঘর পুরে ছাই হয়ে গেছে।২৭ জুন সোমবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে রাউজান পৌরসভার নয় নম্বার ওয়ার্ডের ঢালারমুখ এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন,সোমবার রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।খবর পেয়ে রাউজান ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হচ্ছেন হারাধন বড়ুয়া,মোহাম্মদ বাবু,মোহাম্মদ বাবুল,বাপ্পু, শানু বড়ুয়া।এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।অগ্নিকাণ্ডে খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ও পৌর আ.লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারদের চলার মত একসপ্তার খাদ্য সামগ্রী দিয়েছে।