চট্টগ্রামের রাউজানে যুবলীগ নেতা শহীদুল আলম হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ ইউসুফ (৫০)কে গ্রেপ্তার করেছে র্যাব-৭। তাকে ২৬ জুন রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে আটক করা হয়। সেই উপজেলার রাউজান সদর ইউনিয়নের হরিষখান পাড়ার মৃত বজল আহম্মদ সওদাগরের পুত্র।এই আসামী সাত বছর ধরে পালাতক ছিল। উল্লেখ্য গত ২০১৫ সালে রাউজান পৌরসভার নয় নম্বার ওয়ার্ড-রাঙ্গামাটি সড়কের চারাবটতল এলাকায় যুবলীগ নেতে শহিদুল আলম (৩৫)কে কতিপয় দুস্কৃতিকারী মুখোশ পরিধান করে সিনেমা স্টাইলে মাইক্রোবাস থেকে নেমে গুলি করে হত্যা করে।এ ঘটনায় রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিল নিহতের মা।মামলা নং- ১৪/২৮, তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৫)। মামলায় ১নং আসামী করা হয় রাউজানের র্শীষ সন্ত্রাসী আজিজ উদ্দিনকে।গত ১১ জানুয়ারি প্রধান আসামীও র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল।এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানায়,যুবলীগ নেতা শহীদুল আলম হত্যা মামলার আসামী ইউছুফকে র্যাব-৭ রাউজান থানায় সোপর্দ করলে ২৭ জুন সোমবার দুপুরে তাকে আদালত প্রেরণ করা হয়।