আজ সকাল নয়টায় রাজবাড়ী কালুখালি চাদঁপুর বাস ষ্টান্ডের সামনে সড়ক দুূঘটনায় একই পরিবারের শিশু নারী সহ চারজন মারা গেছে। বাকিদের হাসপাতালে নেয়া হয়েছে।প্রদক্ষদর্শী বিপ্লব জানান চাঁদপুর ষ্ট্রান্ডের কাছে একটি ট্রাক অটোরিক্সা,মাইক্রোবাস ত্রি মুখি সংঘর্ষ হলে গঠনাস্থলে শিশু নারী সহ চারজন নিহত হয়।বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশের উর্ধতন কর্মকর্তারা গঠনা স্হলে রওনা হয়েছেন বলে জানা যায়।ফায়ার সার্ভিসের লোক ঘটনাস্থলে রয়েছেন বলে এলাকাবাসী জানান।নিহতের সংখ্যা বাড়তে পারে বলে প্রদর্ক্ষশীরা জানান।