মধুমাস উপলক্ষে রানাস এসোসিয়েশনের উদ্যোগ চট্টগ্রাম নগরির হালিশহরে একটি রেস্টুরেন্টে ফল উৎসবের আয়োজন করা হয়। এতে ৫০রকমের দেশী ফল প্রদর্শনীর পাশাপাশি অতিথিদের খাওয়ানো হয়। ফল উৎসবের উদ্বোধন করেন রানাস এসোসিয়েশনের সভাপতি নাইমুল কাদের নাবিল। এতে আরও উপস্থিত ছিলেন রানাস এর সাধারণ সম্পাদক ইকবাল কায়সার, উৎসব কমিটির আহ্বায়ক নুর মোহাম্মদ, মো: ইউনুস আলো এবং রানাস এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ। আলোচনায় বক্তারা বলেন সুস্থতার জন্য ফল নিয়মিত খাওয়া জরুরী এবং ব্যায়াম খূব গুরুত্বপূর্ণ। আমাদেরকে মনে রাখতে হবে বিদেশি ফল থেকে দেশী ফল অনেক বেশি উপকারী।