চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের ঐতিহ্যবাহী ইসলামী ও সামাজিক সংগঠন শাহনগর শাহীবাজার (সন্যাসীর হাট) ইসলামী শান্তি সংস্থা ও গণ পাঠাগারের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনকল্পে এক সভা শুক্রবার সন্ধ্যায় সংগঠনে স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ ইসমাইল কে সভাপতি ও মোহাম্মদ সাকিব কে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ১৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় আহবায়ক ও উপদেষ্টা পরিষদ। কমিটির অন্যরা হলেন, সিঃ সহ সভাপতি মোহাম্মদ আবদুল মতিন, সহ সভাপতি মাওঃ হামিদ উল্লাহ, সহ সাধারণ সম্পাদক মো সোহান, অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুদ উদ্দীন, সহ অর্থ সম্পাদক মো সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওসমান, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইদুল, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিনহাজ, দপ্তর সম্পাদক মো জাফর, সহ দপ্তর সম্পাদক মো আলী, ধর্মীয় সম্পাদক মোহাম্মদ রাহাত, সহ ধর্মীয় সম্পাদক মোহাম্মদ ফয়সাল, প্রচার সম্পাদক মোহাম্মদ হামিম, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ ফরহাদ।