দেশে আগামী ১৫ জুন থেকে শুরু হচ্ছে ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’। সপ্তাহব্যাপি ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ কার্যক্রম ২১ জুন শেষ হবে।
জনশুমারি ও গৃহগননা- ২০২২ কার্যক্রম সঠিক ও নির্ভুলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে গননাকারিদের ৪ দিনব্যাপী প্রশিক্ষনের ১ম ধাপ আজ শেষ হয়েছে।
৪ জুন শুরু হওয়া প্রশিক্ষনে মাঠপর্যায়ের গননাকারিদেরকে সঠিক ও নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করতে নানা কলা- কৌশলসহ সরকারের পরিকল্পনা সমুহ দক্ষতার সাথে অবগত করানো হয়।পৌরসভাসহ শ্রীপুর উপজেলা মোট-২৩ টি ভ্যানুতে মোট ১২ শত মাঠ পর্যায়ের গননাকারি ও সুপাবভাইজারগন প্রতিদিন সকাল ৮ঃ৩০ মিনিট হতে বিকাল ৫ঃ০০ টা পর্যন্ত প্রশিক্ষন চলে।দ্বিতীয়ধাপ ৯ জুন২২ হতে শুরু হওয়ার কথা রয়েছে।
“ছবিটি শ্রীপুর উপজেলার জোন ২২ এর শ্রীপুর পৌরসভার ১,২, ও ৩ নং ওয়ার্ডের ভ্যানু। ”
প্রথম ধাপের প্রশিক্ষন কর্মশালা( ৪- ৭)জুন। শনিবার ৪ জুন ১ ম ধাপের শুভ উদ্ভোধন করেন পরিকল্পনা মন্ত্রানালয়ের উপ- সচিব কাজী নুরুল ইসলাম।
এসময় অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন বাংলাদেশ ব্যুরোর উপ- পরিচালক জাহিদ হাসান, সিস্টেম এনালাইসেস প্রকৌশলী এনামুল হক, শ্রীপুর উপজেলা সিস্টেম কো- অডিনেটর মোঃ স্বপন মিয়া, শ্রীপুর জোন- ২২ এর জোনাল অফিসার নাছির উদ্দিন মাস্টর, আইটি সুপার ভাইজার নুসরাত জাহান এবং প্রশিক্ষনার্থী সুপারভাইজার ও গননাকারিগন প্রমুখ।
প্রশিক্ষন কর্মশালার উদ্ভোধন করে উপ- সচিব বলেন কজী নুরুল ইসলাম বলেন,
‘জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যূরো( বিবিএস)। আপনারা জানেন
শুমারি শুরুর আগে ১৪ জুন রাত ১২টাকে ‘শুমারি রেফারেন্স পয়েন্ট/সময়’ হিসেবে ধার্য করা হয়েছে।
তিনি বলে,এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে । একটি ওয়েবভিত্তিক ইনটিগ্রেটেড সেনসাস ম্যানেজমেন্ট সিস্টেম (আইসিএমএস) প্রস্তুতসহ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমে (জিআইএস) গণনা এলাকার বিভিন্ন পর্যায়ের কন্ট্রোল ম্যাপ প্রস্তুত করা হয়েছে।
জনশুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে শুমারি কর্মী হিসেবে সারাদেশে প্রায় ৩ লাখ ৭০ হাজার গণনাকারী, ৬৪ হাজার সুপারভাইজার এবং বিবিএস’র সাড়ে ৪ হাজারের অধিক কর্মচারী এ প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও বিবিএস বহির্ভূত বিভিন্ন সরকারি দপ্তরের প্রায় ৯০০ জন কর্মচারী জোনাল অফিসার হিসেবে দায়িত্বপালন করবেন।
তাছাড়া শুমারিতে সঠিক তথ্য প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক গান, নাটিকা, ডকুড্রামা, শুমারি কাউন্ট ডাউন, ডকুমেন্টারি দেশের সকল সরকারি-বেসরকারি গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।সঠিকভাবে প্রশিক্ষন গ্রহন করে আপনারা আন্তরিকতার সাথে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করতে পারলেই আপনাদের কষ্ট এবং সময় স্বার্থক হবে পাশাপাশি সরকারের উদ্দেশ্যও সফল হবে।তাই সতর্কতার সাথে ধীরস্হিরভাবে আপনারা আপনাদের কাজটি করবেন এ প্রত্যাশা আপনাদের কাছে।
তিনি জানান,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি ও গৃহগণনা পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় দশ বছর পর-পর ১৯৮১, ১৯৯১, ২০০১ এবং ২০১১ সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ এবং পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়।