গাজীপুরের শ্রীপুর পৌরসভা ৪নং ওয়ার্ডের মৃত ইদ্রিস আলী শ্রীপুর মৌজাস্হিত এসএ ৫৩ এবং আরএস ৪১৩ নং খতিয়ান হতে স্ত্রী আছিয়া খাতুন(৯৫) মেয়ে তাছলিমা ও নাতিন হুমায়ন কবিরকে উল্লেখিত খতিয়ানে মোট ৩২৭ শতাংশ জমি হতে পৃথক পৃথক রেজিঃ দলিলে ২৫৮ শতাংশ জমি বিক্রি করে দখল বুঝিয়ে দেন।ওই খতিয়ানের বাকী জমি অন্যত্র বিক্রি করেনইদ্রিস আলী।ইদ্রিস আলীর মৃত্যুর পর মজিবর বৃদ্ধা মা,বোন ও হুমায়নের উপর নানা ভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে।একাধিকবার জমি লিখে নিতেও হামলা চালায় ইদ্রিস আলী।লিখে দেয়া জমির দলিলকে চ্যালেন্স করে পৈত্রিক ওয়ারিশদাবী করে গত ২০১৭ইং সালে ১০ ভাই- বোন এবং বৃদ্ধা মার স্বাক্ষর জালিয়াতি করে বিঙ্জ যুগ্ন জেলা জজ ১ম আদালত-গাজীপুরে দেঃমোঃনং ৪৭/২০১৭ দায়ের করেন।ওই মামলা এবং স্বাক্ষর চ্যালেন্স করে ৯ ভাই- বোন ও বৃদ্ধা মা আদালতে স্ব-শরীরে উপস্হিত হয়ে জবাব দাখিল করেন।সবকিছুতে ব্যর্থ হয়ে তাদের উপর ক্ষিপ্ত হয়ে মজিবর জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে পর্যায়ক্রমে হয়রানি অব্যাহত রেখেছে।গত ২৭/৪/২২ ইং তারিখে মজিবর বাদী হয়ে বিঙ্জ সহকারী জজ ২য় আদালত- গাজীপুরে স্হায়ী নিষেধাঙ্জা দেঃ মোঃ নং৩৮০/২০২২ইং দায়ের করেন। ওই মামলার আরজিতে ৪/১/১৯৭১ইং সনে রেজিঃকৃত মানিকগন্জের হরিরামপুর সাব- রেজিস্ট্রি অফিসের দলিল নং ১২৭ এবং সংশ্লিষ্ট তহসিলে নামজারির যে জোত নাম্ভার উল্লেখ্য করেছে তা সংশ্লিষ্ঠ সাব- রেজিস্ট্রি অফিস এবং তহসিল অফিসের সংরক্ষিত বহিতে নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই জমিসহ আশপাশের জমি শিল্প- কারখানা মালিকদের নিকট বিক্রির জন্য স্হানীয় প্রভাবশালী ব্যাক্তিদের আসকারা এবং আর্থীক সহয়তায় দীর্ঘদিন যাবৎ মজিবর জমির কাগজ জাল- জালিয়াতি করে ভুক্তভোগীদেরকে বিভিন্নভাবে হয়রানী করে আসছে।অভিযোগ রয়েছে দুরন্ত এ মজিবর গ্রাম্য সালিশসহ আইনরক্ষাকারি বাহীনিরও সিদ্ধান্ত উপেক্ষা করে নানা টালবাহানার আশ্রয় নেয়।গত ২০২০ ইং সালে তার ভাতিজা হুমায়ন চাচা মজিবর কর্তৃক জমি আত্নসাৎ মর্মে শ্রীপুর থানায় অভিযোগ করলে মজিবর কৌশলে স্হানীয় মাতাব্বরদের মাধ্যমে স্হানীয়ভাবে বিষয়টি মীমাংসার কথা বলে বিষয়টি নিয়ে স্হানীয়ভাবে সালিস বসলে ওই সালিসে মজিবর ভুয়া একটি দলিল বের করলে উপস্হিত ব্যাক্তিগন ওই দলিলের দাবীকৃত জমি তারপ্রাপ্য নয় মর্মে সিদ্ধান্ত গ্রহন করা হয়।এবং প্রদর্শিত দলিলটি জাল- জালিয়াতি ভুলে ভরা ভুয়া দলিল হিসেবে স্বীকৃতি দেয়া হয়।দলিলটিতে এলাকার মৃত গন্যমান্য ব্যাক্তিদেরকে মজিবর স্বাক্ষী হিসেবে দেখিয়েছেন।আবুল হোসেনের এক চাদাবাজী মামলার তদন্তভার ডিবি গাজীপুরকে দিলে ডিবি দুই দফা উভয়পক্ষকে নিয়ে বসলে মজিবর ভিন্ন ভিন্ন কথা বলে বিষয়টি ব্যাপারে নাটকীয় পথ অনুসরন করলে সিদ্ধান্তবিহীন বৈঠক শেষ করেন এবং বৈঠকে অভিযোগগুলো স্হানীয়ভাবে স্বাক্ষী প্রমানসহ উদঘাটন করতে ওসি ডিবি দায়িত্বপ্রাপ্ত এসআইকে নির্দেশ দেন।