৮ জুন ( বুধবার) বাংলাদেশ জাতীয়তাবাদীদল( বিএনপি) শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উদ্যোগে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম সাহাদৎ বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১ নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং ১নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মাস্টারের সংন্ঞানলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সভাপতি এডঃ কাজী খান।
অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন গাজীপু জেলা বিএনপির সাবেক সহ সভাপতি হুমায়ূন কবির সরকার,কৃষকদলের কেন্দ্রিয় নেতা আঃহান্নান,পৌর বিএনপির সাধারন সম্পাদক আলহাজ মোঃ বিল্লাল হোসেন বেপারী, পৌর বিএনপির টিপু সুলতান, মুনসুর আহম্মেদ, তুহিন বেপারি, আনোয়ার বেপারী, নাসির মৃধা, বাতেন সরকার, এডঃআহসান কবির, খোকন প্রধান, নইম উদ্দিন ফকির, সামসুদ্দিন সরকার, শাহজাহান সাজু,রফিকুল ইসলাম,এমদাদ মন্ডল, আশরাফ উদ্দিন নিজাম,ফজলুল হক,ইজ্জত আলী ফকির,মোকলেছুর রহমান,আমিনুল,নবী হোসেন, সগীর, নরুল আমিন, আক্রাম হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডঃ কাজী খান বলেন,১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে ঘাতক চক্রের ষড়যন্ত্রে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান। শোকের সাগরে আচ্ছন্ন হয় গোটা জাতি।
শুধু বাংলাদেশের কোটি জনতাই নন, জিয়ার মৃত্যুতে শোকাহত হন বিশ্ব নেতৃবৃন্দ। রাজধানীর শেরে বাংলা নগরে মরহুম জিয়াউর রহমানের জানাজায় লাখো মুসল্লির অংশগ্রহণ ছিল স্মরণকালের বৃহত্তম।
তিনি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর তার সহধর্মীনি বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেন। তার নেতৃত্বে বিএনপি তিন দফায় দেশ পরিচালনা করে। জনগনের অকুন্ঠ ভালোবাসা, সমর্থন ও লাখো নেতাকর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে বিএনপি আজ দেশের জনপ্রিয় অন্যতম রাজনৈতিক সংগঠন।
বিশেষ অতিথির বক্তব্যে হুমায়ন কবীর সরকার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। কোনো স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে বা বিভ্রান্তি সৃষ্টি করে তাকে জনগণের হৃদয় থেকে মুছে ফেলতে পারবে না। তিনি বলেন শহীদ জিয়া তলা বিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে দেশ ও জাতিকে উন্নয়নের মহাসড়কে তুলে স্বনির্ভর বাংলাদেশের পথে উন্নয়ন-উৎপাদনের মহা কর্মযজ্ঞ শুরু করেছিলেন
বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ মোঃ বিল্লাল হোসেন বেপারী বলেন,শহীদ জিয়া বাকশালের ধ্বংসস্তূপের ওপর বহুদলীয় গণতন্ত্রের পতাকা উড্ডীন করেছিলেন। আর সেই বহুদলীয় গণতন্ত্রের হাত ধরেই বাকশালের কফিন থেকে আওয়ামী লীগের পুনঃজন্ম হয়েছিল এবং শেখ হাসিনা স্বেচ্ছানির্বাসন থেকে দেশে ফিরে রাজনীতি করতে পারছেন।
তিনি বলেন,কৃষক,শ্রমিক,মহিলা,যুবকসহ সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করেছিলেন। সামরিক বাহিনী থেকে এসেও তিনি বহুদলীয় গণতন্ত্র ও রাজনীতি দিয়ে সমাজকে বিকশিত করেছিলেন। আজ আওয়ামী লীগ শহীদ জিয়ার রাজনৈতিক ও সামাজিক শক্তিকে এবং তাঁর রাজনীতি, জনপ্রিয়তাকে ভয় পায়। সেজন্য তাঁর বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ায়। কিন্তু,জনগণের হৃদয়ে যাঁর অবস্থান,তাঁকে কখনই ধ্বংস করা যাবে না।