সকালে স্কুলে গিয়ে দুপুরে বাড়ীতে এসে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত স্কুল শিক্ষার্থী উর্মী আক্তার অহনা(১৪) সে সিংজোড় বেড়িবাঁধ এলাকায় জাফর আহমেদের মেয়ে এবং ইছাপুরা সেন্ট্রাল হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। বুধবার (২৯ জুন) দুপুরে উপজেলার সিংজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্নো বেড়িবাঁধ এলাকায় (ডিম ব্যবসায়ী)
নিজ বাড়িতে আত্মহত্যা করে এই ছাত্রী।
স্কুলছাত্রী মৃত্যুর ঘটনার কারণ স্কুল ক্লাসে শিক্ষকের বকাঝকা, প্রেমের সম্পর্ক ও ছাত্রীর বাবা-মায়ের বাধা-হুমকিতে উর্মী আক্তার অহনা গলায় ওড়না দিয়ে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়া।
স্কুল শিক্ষার্থী উর্মী আক্তার অহনা মৃত্যু খবর শুনে সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীরা ওই বাড়ীতে এসে ভিড় করেন। হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে
বিকালে লাকসাম থানার পুলিশ সিংজোড় বেড়িবাঁধ এলাকা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, লাকসাম উপজেলার কান্দিরপাড়া ইউনিয়ন সিংজোড় বেড়িবাঁধ এলাকার বাসিন্দা জাফর আহমেদ একজন ডিম ব্যবসায়ী। তার মেয়ে উর্মী আক্তার অহনা সে ইছাপুরা সেন্ট্রাল হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। গত কয়েকদিন আগে অহনা স্কুলে গিয়ে ক্লাস না করে পাশের একটি বাড়ির রাস্তায় কয়েকজন সহপাঠীদের সঙ্গে আড্ডা দেয়। অহনা ক্লাসে অনুপস্থিত ও বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকরা জানতে পেয়ে ছাত্রী অহনাকে ডেকে এনে ক্লাসে তাকে বকাঝকা দেয় এবং ওই ছাত্রীর অবিভাবক বাবা- মা’কে বিদ্যালয় আসার জন্য অনুরোধ করে বিদ্যালয়ের শিক্ষকরা।বুধবার ২৯ জনু স্কুল শিক্ষার্থী উর্মী আক্তার অহনাকে নিয়ে বিদ্যালয়ে আসেন বাবা-মা। তাদের মেয়ে অহনা সে নিয়মিত ক্লাস না করে বিদ্যালয়ের বাহির আড্ডা দেয়। বিষয়গুলো নিয়ে ছাত্রী তার বাবা-মা ও মেয়েকে সর্তকতা আনার জন্য পরামর্শ দেন বিদ্যালয়ের শিক্ষকরা । ওই দিন দুপুরে বিদ্যালয় থেকে বাড়ীতে আসার সময় বাবা-মা’র সঙ্গে অহনার কথা-কাটাকাটি হয়। দুপুর ১ টায়র দিকে বাড়িতে এসে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখতে পায় স্বজনরা। এরপর পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।
ইছাপুরা সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল ফয়েজ বলেন, নিহত অহনা ৯ ম শ্রেণির শিক্ষার্থী সে কয়েকদিন ধরে ক্লাস না করে বাহিরে তার সহপার্টিদের সঙ্গে আড্ডা দেওয়ার বিষয়টি তার পরিবারের সাথে কথা হয়েছে। তারা মেয়েকে নিয়ে বাড়িতে চলে যায়। বিকালে খবর পেয়েছি সেই ছাত্রী আত্মহত্যা করেছে।
লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভুইয়া বলেন, স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।