ঢাকা জেলা সাভারে ছয় ও নয় বছরের দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
বুধবার (২২জুন) সকালে সাভার পৌর এলাকার তারাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়,গতকাল তারাপুর এলাকায় একটি বাড়িতে ছয় ও নয় বছরের দুই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন আব্দুর রব নামের এক ব্যক্তি। এসময় ওই দুই শিশু চিৎকার দিলে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
এঘটনায় সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার এস আই রাসেল।