“জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী আগামী ১৫-২১ জুন পর্যন্ত দেশে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বৃহস্প্রতিবার (০৯ জুন) সুবর্ণচর উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ০২নং চরবাটা ইউনিয়নের সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্ধোধন করেন ২নং চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব। এ সময় উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম দাস। প্রশিক্ষণ প্রদান করেন সুবর্ণচর উপজেলার পরিসংখ্যান বিভাগের চরবাটা ও চর আমান উল্যাহ ইউনিয়নের জোনাল অফিসার পাপ্পু দত্ত ও আইটি সুপারভাইজার রুমন চন্দ্র দাস।
আগামী ১২ জুন পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালাটি চলবে। প্রশিক্ষণে মোট ৭২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে ।