নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পদ্মা সেতু উদ্বোধনের খুশিতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি ও সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র্যালী বের করা হয়।
শনিবার (২৫ জুন) সকাল ১০ টায় আওয়ামীলীগ ও সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
এদিকে ২৫ শে জুন স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনকে কেন্দ্র করে ফেস্টুন ও আলোকসজ্জায় বর্ণীল রুপ ধারণ করেছে সোনারগাঁ উপজেলার রোড-ঘাট।
এ সময় আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, যুগ্ম আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আবদুল আল কায়সার (হাসনাত) ও উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, মোস্তাফিজুর রহমান মাসুম, নাসরিন সুলতানা ঝরা,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, পৌর মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান, এডভোকেট ফাজলে রাব্বি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার ও সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, আরমান মেরাজ, রবিন আহমেদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সাত্তারসহ আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ ও সোনারগাঁ উপজেলার প্রশাসন।