ঐতিহ্যবাহী মানবিক ও সামাজিক সংগঠন- রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ হাজার বৃক্ষ রোপন ও বিতরণের চলমান কর্মসূচি উপলক্ষ্যে চট্টগ্রামের পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজে ‘রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক লায়ন জাহেদুল করিম বাপ্পী সিকদার এক হাজারেরও অধিক ফলজ, বনজ, ভেষজ গাছ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন এবং শিক্ষকমন্ডলীগণ প্রতিষ্ঠানের বিভিন্ন পয়েন্টে এই গাছ রোপন করে দেন।
শিক্ষকদের মধ্যে প্রফেসর জমির উদ্দিন বলেন- ‘যখন একটি গাছ লাগানো হয়, তখন তা সদকায়ে জারিয়া হয়। একটি শিশু জন্মগ্রহণকালে একাধিক গাছ লাগানো হলে, ছেলে বা মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হতে হতে গাছ বিক্রয় করলে পড়ালেখার খরচ হয়ে যায়, অনুরূপে একটি মেয়ের বিবাহে গাছের আয় হতে খরচ করা যায়।
বিতরণকালে উপস্থিত ছিলেন- কায়ছার উদ্দিন মালেকী, আবু হানিফ, জিয়াউল হক মালেকী, বোরহান মালেকী, জিয়াউর রহমান, হাছান মালেকী, জামশেদ, মুহাম্মদ হাছান, সাইফুল ইসলাম, সম্রাট বাবর, ফরহাদ, বোরহান, মাঈনুদ্দীন হাছান প্রমুখ।