হাটহাজারী উপজেলার সত্তারঘাট এলাকার বড়ুয়া পাড়া হতে একটি অজগর সাপ (বার্মিজ অজগর) উদ্ধার করেছে বন বিভাগ।
ভারি বর্ষণে হাটহাজারীর বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় সাপ, বিষাক্ত কীট-পতঙ্গের আনাগোনা দেখা যাচ্ছে সম্প্রতি। এমন অবস্থায় উল্লেখিত এলাকায় বসতবাড়িতে এই সাপ দেখতে পেয়ে এলাকার লোকজন আতঙ্কিত হন।
বন বিভাগ হাটহাজারী রেঞ্জ খবর পেয়ে সঙ্গীয় স্টাফ ও SRT’ BD এর সহযোগীতায় সাপ’টি উদ্ধার করে অফিস হেফাজতে রাখে, পরবর্তীতে সাপ’টি হাটহাজারী বন বিটের গহীন বনে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন- হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী।