দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে তৃতীয় বারের মতো রুই, কাতলা, মৃগেল ও কালীবাউস ও কার্প জাতীয় মা মাছ ডিম ছেড়েছে।ভারী বজ্রসহ বৃষ্টিপাত হলে শুক্রবার ভোর রাত ৪টার দিকে হাটহাজরী- রাউজান উপজেলার আজিমের ঘাট, কুমারখালী, নাপিতের ঘাটা, পুরালিয়া স্লুইসগেট, মাছুয়াঘোনাসহ হালদা নদীর বিভিন্ন পয়েন্টে মা-মাছ ডিম ছেড়েছে বলে জানায় স্থানীয়রা বৃহস্পতিবার রাতে নদীতে শত শত সংগ্রহকারীরা নৌকা নিয়ে জাল বসিয়ে অপেক্ষায় থাকেন।অবশেষ ভোর রাতে বৃষ্টি শুরু হলে মা মাছ ডিম ছাড়া শুরু করে। তখন নদীতে নৌকার সংখ্যা কম ছিল।
সকাল থেকে নদীতে বাড়তে থাকে নৌকা সংখ্যা। হালদা বিশেষজ্ঞ প্রফেসার আলী আজাদী জানান, সাধারণত প্রতি বছর এপ্রিলের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত অমাবশ্যার জো’তে বজ্রসহ বৃষ্টিপাত ও উজান থেকে পাহাড়ি ঢলের পানি আসলে নদীতে মা মাছ ডিম ছাড়ে।এতদিন ডিম না ছাড়লেও শুক্রবার ভোর রাতে দিকে মা মাছ নদীতে ডিম ছেড়েছে।হাটহাজারী-রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর বলেন, হালদা নদীতে এই বছর তৃতীয়বারের মতো মা মাছ ডিম ছেড়েছে। দুই শতাধিক নৌকা দিয়ে জেলেরা ভোর রাত থেকে ডিম সংগ্রহ করছেন।এখনও ডিম সংগ্রহের কাজ চলছে।