গাজীপুরের কাশিমপুর মেট্রোপলিটন থানা এলাকায় এসএসসি ২০২২ পরীক্ষার্থীদের নিয়ে দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬জুন) সকালে গাজীপুর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের উত্তর পানিশাইলে অবস্হিত মোমেনা বেগম পাবলিক স্কুল এন্ড কলেজের ২০২২ পরীক্ষার্তীদের বিদায় অনুস্ঠানটি মোঃ আক্কাছ আলী মৃধার সভাপতিত্বে অনুস্ঠিত হয়।
উক্ত দোওয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ ওসমান গনি লিটন।
অন্যান্যদের মধ্যে বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোমেন বেগম পাবলিক স্কুলের গভর্নিং বডির সভাপতি ডাঃ মোঃ আহম্মদ শরীফ রাজন। বিদ্যূৎসাহী সদস্য মোঃ আলামিনের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। মোমেনা বেগম পাবলিক স্কুল এন্ড কলেজটি ২০১০ সালে প্রতিষ্ঠা করেন প্রতিস্ঠাতা প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।
প্রতিস্ঠানটিতে বর্তমান ছয়শতাধিকেরও বেশী ছাত্র-ছাত্রী অধ্যায়নরত রয়েছেন। এবার এসএসসি পরীক্ষায় ৫৯জন ছাত্র-ছাত্রীঅংশ গ্রহণ করছেন। তাদের মধ্যে ছাত্র ৩৮জন এবং ছাত্রী ২১ জন। মোমেনা বেগম পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে গতবার এসএসসি পরীক্ষায় উত্তির্ন হয়ে মেডিকেল ভর্তি পরিক্ষায় চান্স পান প্রতিস্ঠাতা প্রধান শিক্ষকের ছেলে তানভীরুল ইসলাম নাফিজ ডাঃ এনাম মেডিকেল কলেজে শিক্ষার্থী এবং ২০২২ সালে আয়েশা সিদ্দিকা কুমিল্লা সরকারি মেডিকেল কলেজে অধ্যায়নরত আছেন।
কোনা পাড়া দারুলউলুম আলিম মাদ্রাসার প্রতিস্ঠাতা ও অর্ধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহবুবুল হাসানের দোওয়া মোনাজাতের মর্ধ্য দিয়ে শেষ হয়।