1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গরু চুরির দায়ে ফেঁসে গেলেন নিরপরাধ যুবক সুজন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ

গরু চুরির দায়ে ফেঁসে গেলেন নিরপরাধ যুবক সুজন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৫৮ বার

ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের বাঘমারা নামক এলাকা থেকে শনিবার দিবাগত রাতে গরু চুরির দায়ে আটক হন সুজন বড়ুয়া।

অনুসন্ধানে জানা যায়, পুলিশের তাড়া খেয়ে নিজের কষ্টার্জিত টাকায় কেনা পিকআপকে মামলার হাত থেকে রক্ষা করতে বাঘমারা এলাকায় ঢুকে পড়ে। সেখানে জনৈক আবুল কাসেমের বাড়ীর সামনে গাড়ী রেখে নিজেকে আড়াল করতে গেলে স্থানীয় এক যুবক দেখে শোরগোল করলে এলাকাবাসী গরু চোর সন্দেহে তাকে আটক করে মারধর করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে ও পিকআপ গাড়ীটি আটক দেখিয়ে নিয়ে যায়।
বাঘমারা থেকে কয়েকদিন আগে কয়েকটি গরু চুরি হওয়ায় এমনিতে এলাকার মানুষ গরু চুরিরোধে সজাগ ছিলো। তারপর গাড়ী ও গাড়ীর মধ্যে রশি দেখে মানুষের সন্দেহ হওয়ায় মূলত ফেঁসে গেলেন ফটিকছড়ির পাশ্ববর্তী উপজেলা রামগড়ের কর্মঠ, সৎ হিসেবে পরিচিত রুপন বড়ুয়ার ছেলে সুজন বড়ুয়া।

সুজন জানায়, ঐদিন সন্ধ্যায় রামগড় থেকে পিকআপযোগে ব্যবসায়ীদের গরু নিয়ে ফটিকছড়িতে নিয়ে যায়। গরুগুলি রেখে ফিরতি পথে পুলিশ তার গাড়ীটি থামতে সংকেত দেয়। সুজনের গাড়ীর কাগজপত্র আপডেট না থাকায় মামলার হাত থেকে রক্ষা পেতে গাড়ী না থামিয়ে বাঘমারা এলাকায় ঢুকে পড়ে।

স্থানীয় কয়েকজন এলাকাবাসী জানায়, একজন যুবকের শোরগোল শুনে তারা ঐস্থানে গিয়ে সুজনকে আটক করে। তবে তারা সুজনকে ঐ বাড়ীতে ঢুকতে অথবা গরু নিয়ে যেতে দেখেননি।

ফটিকছড়ি থানা সূত্রে জানা যায়, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সুজনকে আটক করা হয়েছে। অপরাধী নাকি নিরপরাধ সেটি তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে নিরপরাধ সুজন বড়ুয়াকে মারধর করে পুলিশে দেয়ার খবর মিডিয়ায় এলে তার পক্ষে শতশত পোস্ট সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পোস্টকারীরা সুজন বড়ুয়াকে একজন পরিশ্রমি ছেলে এবং কিভাবে দিনরাত পরিশ্রম করে সৎ হিসেবে থাকা যায় তারই মডেল হিসেবে দেখিয়েছেন। তারা মনে করেন সুজন ঘটনার সাথে কোনভাবেই জড়িত নয়। সুষ্ঠু তদন্ত হলে সুজন এ ঘটনা থেকে অব্যাহতি পাবে বলেও তারা মনে করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম