বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মহিলা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুন) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয়তা বাদী জেলা মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
গাইবান্ধা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল ,সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম , সদর থানা বিএনপি সভাপতি আবদুল মান্নান সরকার, সদস্য সচিব ইলিয়াস হোসেন, জেলা বিএনপির সাংগনঠিক সম্পাদক মোশররাফ হোসেন বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক,
যুগ্মসাধারণ সম্পাদক সুলতানা খন্দকার মনি, সহ-সভাপতি শিল্পী বেগম, সহ-সাংগঠনিক লাইলী বেগম, সাদুল্যাপুর থানা সভানেত্রী ঋতু আলম, জেলা সদস্য মনোয়ারা বেগম, আয়না আক্তার ,সদর ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন আলাল, পেীর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বৃষ্ণ কুমার দাস, ছাত্রনেতা ইমাম হাসান দুলাল, সুজন পাটোয়ী, হামীম প্রমুখ
দোয়া মাহফিলে খালেদা জিয়াকে অন্যায় ভাবে মিথ্যা মামলায় কারান্তীণ রাখা ও তার সকল মামলা থেকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পরিশেষে খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘ জীবন কামনা করে দোয়া পরিচালনা করা হয়।