খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা জালিয়াপাড়াতে ৩ ব্যাটারী চোর আটক করে থানায় সুপর্দ করেছে জনতা।
৪ জুন শনিবার গভীর রাতে পশ্চিম বড়পিলাকের আবুল কাশেমের অটোরিকশার ৪ টি ব্যাটারী খুলে লোকিয়ে রেখে জালিয়াপাড়া ফয়েজ ড্রাইভারের ট্রাকের ব্যাটারী চুরি করার সময় ৩ চোরকে হাতনাতে ধরে ফেলে। পরে গুইমারা থানা পুলিশের হাতে তুলে দেন।
আটককৃতরা যথাক্রমে মোঃ নুরুল কবির(৩২) পিতাঃ মৃত শামসুল আলম
গ্রামঃ সিলেটিপাড়া, পোঃ+থানাঃ আলীকদম,জেলাঃ বান্দরবান
মোঃ জাহাংগীর আলম(৩০)পিতাঃ জানে আলম গ্রামঃ আন্দার মানিক,
পোঃ+থানাঃ রাউজান জেলাঃ চট্টগ্রাম
মোঃ ইসমাইল(৩৫)পিতাঃ নুর আলম
গ্রামঃ সিকদারপাড়া পোঃ রাজাপালং
থানাঃ উখিয়া জেলাঃ কক্সবাজার।
আটককৃতদের বিরোদ্ধে গুইমারা থানায় মামলা হয়েছে। যার নং ০১ তারিখ ০৫/০৬/২০২২ইং।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।