চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির
প্রস্তুতিকালে ৪ জন ডাকাতকে আটক করে।
গতকাল ৩০ জুন ভোররাতে উপজেলার কাঞ্চনাবাদের ডাকাতের প্রস্তুতিকালে সূত্রধর পাড়া এলাকার মালিতা পুকুর পাড়ে
পুলিশ অভিযান চালায়। এসময় কাঞ্চনাবাদ পশ্চিম এলাহাবাদ এলাকার মো: সোহেল
চৌধুরী বাপ্পী প্রকাশ রাফি(২৩), আব্বাস নগর এলাকার মো. তারেক হাসান(২২),
কাঞ্চন নগর দর্পের বাড়ী এলাকার ইমতিয়াজ মাহমুদ সিজান(১৯), পশ্চিম এলাহাবাদ
এলাকার রিয়াদ হাসান বাবু (১৯) আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে
জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। এসময় ১টি তালা
কাটার “কাটারচ্ মেশিন, ১টি লোহার চাইনিজ কোড়াল, ১টি লোহার চাপাতি,
১টি কালো রংয়ের টর্চ লাইট, ২টি কাঠের লাটি উদ্ধার উদ্ধার করা হয়।