তৈরী পোষাক খাতে (গার্মেন্ট) গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্বরত ইন্ডাষ্টিয়াল ইঞ্জিনিয়ারদের সংগঠন বাংলাদেশ আইই প্লানিং এন্ড অপারেশান এসোসিয়েশান (বিআইপিওএ)এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনোনীত হয়েছেন নোয়াখালীর চাটখিলের সন্তান মন্জুরুল ইসলাম মন্জু।
তিনি বর্তমানে সিন সিন গ্রুপের হেড অব আই ই (জি,এম) হিসেবে কর্মরত রয়েছেন।
মন্জুরুল ইসলাম মন্জুর বাড়ি চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে।
তিনি খিলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সুরুত মিয়া ও সুফিয়া রেণুর ছোট সন্তান। মন্জু একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম কিরণের এবং চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক কামরুল কাননের ছোট ভাই।
মন্জুরুল ইসলাম মন্জু ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই কণ্যা সন্তানের জনক।