“সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ ইং”
শ্রীপুর উপজেলা ও পৌরসভাব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত ৬জুন পৌরসভা এবং ৭জুন উপজেলা ভিত্তিক প্রাথমিক বিদ্যালয়ের ” ক” গ্রুগের ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা শেষ হয়েছে। এতে পৌরসভাস্হ মাধখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম স্হান অর্জন করেন।
শনিবার( ১১জুন) বিকালে মাধখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও দাতা এবং গাজীপুর জেলা শ্রমিকলীগের সভাপতি দানবীর আলহাজ মোঃ খলিলুর রহমান। অন্যান্যের মাঝে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তরসহ বিদ্যালযের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
প্রতিযোগীতায় অংশ গ্রহনকারি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরনকালে প্রধান অতিথি আলহাজ মোঃ খরিলুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
লেখাপড়ার পাশাপাশি খেলা ধূলা, ব্যক্তি জীবন, সমাজ জীবন ও রাষ্ট্রকে আলোকিত করে এবং জাতিকে করে সভ্য। তিনি বলেন, জীবনকে সমৃদ্ধ করতে লেখা-পড়ার কোন বিকল্প নেই। ক্রীড়া প্রতিযোগিতা মানুষের মন ও মননশীলতার বিকাশ ঘটায়। সমাজের অবক্ষয়রোধে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপুর্ণ। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করার জন্য বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি।
তিনি বলেন,বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি প্রতিটি স্কুলে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সম্মান বজায় রাখার স্বার্থে ক্রীড়া ও সাংস্কৃতিকে অধিক গুরুত্ব প্রদান করেছে।
প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতায় মাধখলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।