সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়,বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরে বাংলার অসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকালে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও –২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবিব বুলবুল, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক জুলফিকার আলী, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বালিয়াডাঙ্গী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম,প্রমুখ। উক্ত আলোচনা সভার পর মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সকল কর্মসুচিতে আটোয়ারী উপজেলা আওয়ামী লীগ সহ অংগ সংগঠনের নেতা-কর্মীরা সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।