আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে অতীতের সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামীলীগকে ঐক্য বদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিতাস উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল সিকদার।
বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত অনুষ্ঠানে বক্তব্যকালে শাহিনুল ইসলাম সোহেল সিকদার এই আহ্বান জানান।
এসময় তিনি আরো বলেন দলকে ভালোবেসে এবং (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য আমাদের অভিভাবক সেলিমা আহমাদ মেরীর নেতৃত্বে দলকে শক্তিশালী করতে হলে, ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। তাই আমরা পদ-পদবীর জন্য অভিমান না করে, আমাদের নেতা সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নেতৃত্বে তিতাস উপজেলা আওয়ামীলীগকে শক্তিশালী করি।
এর আগেও চলতি মাসের ১৭ জুন অনুষ্ঠিত তিতাস আওয়ামীলীগের বর্ধিত সভায়ও অতিতের দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে সেলিমা আহমাদ মেরীর নেতৃত্বে দলকে শক্তিশালী করতে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শাহিনুল ইসলাম সোহেল সিকদার।
উল্লেখ্য ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে চেয়ায়ম্যান পদে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যা দেশব্যাপী আলোচিত। প্রতিহিংসার শিকার হয়ে, শতভাগ নিজের বিজয়কে পরাজিত মেনে নিয়ে,আজ তিতাস উপজেলা আওয়ামীলীগকে শক্তিশালী করতে ঐক্যে বদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এই নেতা।
এমন খবর তিতাসে কর্মরত সাংবাদিকসহ দলীয় নেতাকর্মীদের ফেসবুক প্রোফাইলে ভাইরাল হলে উপজেলার প্রতিটি গ্রামের চা দোকানে এবং উপজেলার হাট বাজর গুলোতে সাধারণ মানুষ সোহেল সিকদারকে বাহ বা দিচ্ছেন এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহিনুল ইসলাম সোহেল সিকদার দলকে সুসংগঠিত করতে নিজের স্বার্থকে ত্যাগ স্বীকার করে আজ সকলকে ঐক্য বদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বলে আলোচনায় বিভোর চা পিপাসিগণ।
এছাড়াও তার এমন বক্তব্যে সাধারণ মানুষের আলোচনায়, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন নিজাম সিকদারের জ্যেষ্ট পুত্র শাহিনুল ইসলাম সোহেল সিকদারই হলেন তিতাস উপজেলায় প্রকৃত আওয়ামীলীগ, তিনিই পারবেন তিতাস উপজেলা আওয়ামীলীগকে সেলিমা আহমাদ মেরীর নেতৃত্বে শক্তিশালী করতে। এমন আলোচনা উপজেলার প্রতিটি চায়ের কাপ থেকে প্রচার উঠেছে উপজেলার সর্বস্তরে।