১৭ জুন শুক্রবার সন্ধার পর দিনাজপুরের পার্বতীপুরের ৬নং মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃষক সাবকুল ইসলামের স্ত্রী বজ্রপাতে মৃত্যু হয়েছে।
গোবিন্দপুর এলাকাবাসী ও মৃত এসমোতারার পরিবারের সূত্রে জানা যায়। সাবকুল ইসলামের স্ত্রী এসমোতারা (৩৮)। বাড়ির পোষা হাঁস সন্ধায় বাড়িতে না আসায়। বাড়ির আশেপাশে খুঁজতে বের হয় ইসমত আরা। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে হাঁস দেখতে পায়। পুকুরে হাঁস আনতে গেলে সে সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই এসমোতারা মৃত্যু বরণ করেন ।
মৃত এসমোতারা স্বামী এবং ,দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য বন্ধুবান্ধব পরিবার আত্মীয়-স্বজন রেখে যায়।
বিষয়টি নিশ্চিত করেন পার্বতীপুর উপজেলার
৬নং মমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম।
পরিবারের লোকজন জানান আগামীকাল শনিবার সকাল ১০টায় গোবিন্দপুর নিজ গ্রামে জানাজা ও দাফন কাজ সম্পুর্ন করা হবে।