1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সেই সোহাগ যোগ দিতে চান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সেই সোহাগ যোগ দিতে চান

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৬৩ বার

ঢাকার ধামরাইয়ে পদ্মা সেতুর আদলে নির্মাণ করা সোহাগের সেই পদ্মা সেতু ঝড়ের কবলে পড়ে চুরমার হয়ে যাওয়ায় চুরমার হতে বসেছে তার স্বপ্নও। তার বড় ইচ্ছা ছিল স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাস্তব পদ্মা সেতুর সৌন্দর্য স্বচক্ষে দেখবার। কিন্তু পদ্মা সেতু উদ্বোধনের নিরাপত্তা বলয় ভেঙে সেই সেতু উদ্বোধনে যাওয়ার উপায় জানা নেই তার। সোহাগ যেকোনোভাবেই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার সুযোগ চান । এজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন সে।

শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় পদ্মা সেতুর আদলে সেতু নির্মাতা সোহাগের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি পদ্মা সেতু বাস্তবে দেখিনি। তবে ২০২০ সালের নভেম্বর মাসে পদ্মা সেতুর আদলে বাড়ির উঠানেই একটি সেতু নির্মাণ কাজ শুরু করি। অবশেষে পদ্মা সেতুর আদলে একটি সেতু নির্মাণ করতে পেরে সেতুটি নিয়ে ঢাকা পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর দূর-দূরান্ত থেকে আমার নির্মাণ করা সেতুটিকে দেখতে আসেন অসংখ্য মানুষ । আমারও খুব ভালো লাগতো। তবে প্রায় আড়াই মাস আগে ঝড়ে একটি গাছ সেতুর ওপর পড়ে চুরমার হয়ে যায় সেতুটি। আমার টিফিনের টাকায় নির্মাণ করা সেতুটি নিমেষেই ধ্বংস হয়ে যায়।

সোহাগ এপ্রতিবেদককে বলেন, আমার নির্মাণ করা সেই সেতু ঝড়ের আঘাতে ভেঙে গেলেও এক বুক আশা ছিল প্রকৃত পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হব। দেখবো পদ্মা সেতুর প্রকৃত সৌন্দর্য। কিন্তু সে সাধ হয়তো পূরণ হবে না। কারণ সেখানে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে রয়েছে সেতু উদ্বোধনী অনুষ্ঠান এলাকা। কীভাবে যাব উপায়ও জানা নেই আমার । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারলে পদ্মা সেতুর আদলে স্বচক্ষে বাস্তবটা দেখে পূনরায় সেতু নির্মাণ করবো। যদিও আমি দ্বিতীয় সেতু নির্মাণ শুরু করেছি। আমি চাই আমাকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়া হোক। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।

সেতু নির্মাতা সোহাগ ঢাকা জেলা ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের সুতিপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ সুলতান আলীর ছেলে। তিনি ভালুম আতাউর রহমান খান স্কুল ও কলেজে ব্যবসা শাখার একাদশ শ্রেণির শিক্ষার্থী। দশম শ্রেণীতে লেখাপড়া করা অবস্থায় তিনি ওই সেতু নির্মাণ করেছিলেন।

প্রসঙ্গত, ২০২০ সালে ঢাকা জেলা ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের সুতি পাড়া এলাকায় সোহাগ নামের এক স্কুল শিক্ষার্থী তার বাড়ীর নিজ উঠানে মাটি, বাঁশ ও সিমেন্ট দিয়ে পদ্মা সেতুর আদলে সেতু বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলো। অনেকেই আসল পদ্মা সেতুর সাধ মিটিয়েছিলেন সোহাগের নির্মাণ করা সেতুটি দেখে। এর পূর্বেও ২০১৯ সালে একটি সেতু তৈরি করেছিল এ সোহাগই। তবে সেতুটি শুধু মাটি ও বাঁশ দিয়ে তৈরি করায় নির্মাণের কিছু দিন পরই ভেঙে নষ্ট হয়ে যায়। তার পরে হুবহু পদ্মা সেতু বানানোর পরিকল্পনা নিয়ে ২০২০ সালের ১ নভেম্বর নির্মাণ কাজ শুরু করে সে। তবে তার পদ্মা সেতু বানানোর কাজ শেষ করতে দীর্ঘ ৫মাস সময় লেগেছিল। তবে প্রায় আড়াই মাস আগে ঝড়ের কবলে পড়ে সেতুটি ভেঙে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম