স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি থানা ও ভূজপুর থানার উদ্যোগে শনিবার (২৫ জুন) সকালে পৃথক পৃথক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ কাজী মাসুদ এর নেতৃত্বে র্যালিটি থানা চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানায় গিয়ে শেষ হয়। ভূজপুর থানা অফিসার ইনচার্জ হেলাল উদ্দীন এর নেতৃত্বে র্যালিটি থানা চত্বর থেকে বের হয়ে কাজিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানায় গিয়ে শেষ হয়। র্যালি গুলোতে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, নাজিরহাট পৌরসভার মেয়র সিরাজুদ্দৌলাহ্, ইউপি চেয়ারম্যান যথাক্রমে শফিউল আজম, সোহরাব হোসাইন, জিয়া উদ্দিন জিয়া, শাহজাহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা সাদেক আলী সিকদার শুভ সহ পুলিশ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।