1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরিচয়হীন জন্ম।নেই বাবার মায়া ভরা মুখ। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৩১ দফার লিফলেট বিতরণ করে মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবীর ঠাকুরগাঁওয়ে মধ্যযুগীয় কায়দায় সিঁধ কেটে চুরি ! বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তথ্য মন্ত্রী ও সাবেক সাংসদ ড. আব্দুল মঈন খান সাহেবের সাথে উনার বাসভবনে সাক্ষাত কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী  

পরিচয়হীন জন্ম।নেই বাবার মায়া ভরা মুখ।

নেহাল আহমেদ।রাজবাড়ী।
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৬২ বার

বারো চৌদ্দ বছরের একটি ছেলে রাতুল নাম।মায়াবী চেহারা।হাত পেতে ভিক্ষা চাইলো নাম বললো। বাবার নাম জিজ্ঞেস করতেই বলবো জানি না।নটি পাড়ায় থাকি।বুঝতে পারলাম।তাদের বাবার কোন চিহ্ন নেই।আসলেই কি বুঝতে পারলাম।এমন শত শত রাতুল, সালেহা শাবানার জন্ম পতিতা লয়ে যাদের কোন পিতৃ পরিচয় নেই। হাজারটা বায়না পূরণ করা আর অকারণ প্রশ্রয়ের কোন ছায়া নেআ । প্রত্যেকটি শিশুর প্রত্যাশা, তাদের বাবা যেন এমনই হয়। কিন্তু সমাজে এমনও শিশু আছে যারা বাবার স্নেহ, আদর-ভালোবাসা দূরের কথা, বাবার নাম বা পিতৃপরিচয়টুকু তাদের জানা নেই।

রবিবার বিশ্ব বাবা দিবস। সবাই বাবার ছবি দিচ্ছে।তাদের পরিচয় দেয়ার মতো কিছু নেই। বাবার স্নেহ-ভালোবাসা তো বটেই পিতৃপরিচয় থেকেও বঞ্চিত দেশের বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লীতে জন্ম নেওয়া অনেক শিশু।রাজবাড়ী জেলার পতিতা পল্লি দেশের সবচেয়ে বড় পতিতা পল্লি।এখনকার এমনই এক শিশু চতুর্থ শ্রেণির ছাত্রী শাবানা। সে বাবার পরিচয় জানে না।

অন্যের বাবা যখন তাদের সন্তান কে বুকে টেনে নেয়।তখন বুকভরা আশা নিয়ে বাবার জন্য অপেক্ষা করে।স্বপ্নে দেখে হয়তো তাকেও কেহ টেনে নিবে বুকে। এভাবেই বাবার জন্য অপেক্ষায় দিন যৌনপল্লীর অনেক শিশু স্বপ্ন দেখে।গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন বেসরকারি উন্নয়ন সংস্থা পায়াক্ট বাংলাদেশ সহ বেশ কয়েকটি স্বেচ্ছা সেবী সংগঠন আছে। ,সেভ হোম আছে কোন কোন শিশুরা আশ্রয় নেয়।তাদের জন্য স্কুলে যাওয়ার খেলাধুলা ব্যবস্থা আছে।শুধু নেই বাবার মায়া ভরা মুখ। তাদের মায়েরা যৌন পেশায় থাকায় সন্তানদের সেভ হোমে রেখেছে।

বেসরকারি উন্নয়ন সংস্থার তালিকা মতে, দৌলতদিয়া দেশের বৃহত্তম যৌনপল্লীতে ১ হাজার ৩০০- এর বেশি পেশাদার যৌনকর্মী ছাড়াও ২ হাজার মানুষের বসবাস এখানে। তাদের সন্তান রয়েছে প্রায় ৭ শতাধিক। এখানকার যৌনকর্মীরা সন্তান জন্ম দিলেও বাবার নাম-ঠিকানা নেই অনেক শিশুর। ফলে পিতৃপরিচয় ছাড়াই বেড়ে উঠাছে। বাবার স্নেহ, ভালোবাসাহীন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম